বিজিবি ও কাস্টমসের বিরোধ নিষ্পত্তি শেষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তামাবিল স্থলবন্দর পরিদর্শন

31

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের তামাবিল স্থলবন্দরে ভারত গমন ও বহির্গমনে যাত্রীদের ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাস্টমস কর্মকর্তাদের মাঝে বিরোধের নিষ্পত্তির পর রবিবার বিকেলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তামাবিল স্থলবন্দর পরিদর্শন করেছেন।
গত, ৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আসা তিন ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে বিজিবি সদস্য ও কাস্টমস কর্মকর্তাদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তাসহ কাস্টমস বিভাগের ৫জন আহত হন। এ ঘটনার সৃষ্ট বিরোধ নিষ্পত্তির পর গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তামাবিল স্থলবন্দর পরিদর্শন করেন।
এ সময় সিলেট রেঞ্জের ডিআইজ কামরুল হাসান, সিলেট বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল শহিদুল ইসলাম, বিজিবি’র ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ আলম, কাস্টমসের সিলেট বিভাগীয় কমিশনার আবু হান্নান মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডেপুটি কমিশনার মো. সৈয়দুল আলম, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছির উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ^জিত কুমার পালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, তামাবিল স্থলবন্দরে বিজিবি ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যকার বিরোধ আগেই নিষ্পত্তি হয়েছে। বিরোধ নিষ্পত্তির পর রবিবার প্রশাসনের পক্ষ থেকে আমরা স্থলবন্দরটি পরিদর্শন করেছি। বর্তমানে তামাবিল স্থল বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।