ত্রিশ লাখের প্রাণে কেনা

34

এইচ এম কবির আহমেদ

দেশকে স্বাধীন করতে হবে
অস্ত্র হাতে ছুটছে সবে
ধরলো জীবন বাজি,
অস্ত্র ধরে শপথ করে
শক্ত হাতে ঘায়েল করে
কেউ বা শহিদ-গাজী।

অস্ত্র হাতে লড়াই করে
যাচ্ছে লড়ে দেশের তরে
ওই যে বীরের জাতি,
পাড়ি দিয়ে রক্ত-সাগর
আনবে বিজয় দোলা-নাগর
জ্বলবে বিজয় বাতি।

করতে স্বাধীন মা ও মাটি
গুঁড়িয়ে দিতে শত্রু-ঘাঁটি
শহীদ হলো যারা,
দেশের তরে ওমর হয়ে
সবুজ পাতা হাওয়ায় বয়ে
খাচ্ছে যে দোল তাঁরা।

লাশের মিছিল বধ্যভূমি
রক্ত নালায় ভাসছে ভূমি
কাটলো ন’টি মাস,
গুঁড়িয়ে দিয়ে শত্রুসেনা
আনলো বিজয় মুক্তিসেনা
হাসলো নীল আকাশ।

সোনার স্বদেশ সবুজ পাতায়
উঠলো শেষে বিশ্ব খাতায়
এলো খুশির বান,
উড়লো সবুজ লাল পতাকা
বৃত্ত তো নয় রক্ত আঁকা
গায় বিজয়ের গান।

তিরিশ লাখের প্রাণে কেনা
সবুজ-শ্যামল সবার চেনা
আমার প্রিয় দেশ,
একাত্তরের ডিসেম্বারে
ইতিহাসের পাতা নাড়ে
স্বাধীন বাংলাদেশ।