শীতের গল্পকথা

30

রমজান আলী রনি

নীলচে রঙের আকাশটাতে
ডানা মেলে পাখি
ধানের ক্ষেতে কুয়াশাতে
বিন্দু-বিন্দু মাখি।

আলো-ছায়ার লুকোচুরি
মনে জাগায় ভয়
থরথরিয়ে কাঁপতে থাকি
না জানি কি হয়?

সর্ষে ক্ষেতে হলুদ রঙে
গায়ে আঁকি ছবি
হঠাৎ করে ঝিকিমিলি
ঐ আকাশের রবি।

দিগন্তে আজ ভেসে বেড়ায়
পুলকিত মন
আসলো দেশে গল্প-কথায়
পিঠা খাওয়ার ক্ষণ।