কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সালাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

39

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির লোহাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গণবসতি এলাকায় কারিতাসের উদ্যোগে একটি ডিপ টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আব্দুস সালাম সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় কানাইঘাট আদালতে আহতের স্ত্রী মিকিরপাড়া গ্রামের রুমি আক্তার লাকী বাদী হয়ে একই ইউপির মিকিরপাড়া গ্রামের মৃত হাসন রাজার পুত্র আবুল কালাম ও তার পুত্র রাসেল আহমদ কালাম মিয়ার পুত্র সেলিম উদ্দিন ও এরালিগুল গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র শামীম আহমদ সহ আট জনকে আসামী করে দরখাস্ত মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত অভিযোগটি এফআইআর করে আসামীদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কানাইঘাট থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। থানার মামলা নং -১৫(২৬/১১/১৮ইং)। অভিযোগে জানা যায় লোহাজুরি বিদ্যানিকেতন ম্যানেজিং কমিটির সভাপতি মিকিরপাড়া গ্রামের আব্দুল সালামের উপর কারিতাসের ১টি ডিপটিউবওয়েল বসানোকে কেন্দ্র করে গত ২১ নভেম্বর সকাল ৯টার দিকে লোহাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে উল্লেখিত আসামীগণ ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য স্বজনরা নিয়ে আসলেও তার যখম গুরুতর হওয়ায় চিকিৎসকগণ ওসমানী হাসপাতালে রেফাড করলে সেখানকার অর্থোপেডিক্স বিভাগে অদ্যবধি পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন আব্দুস সালাম। তার অবস্থা আশঙ্কাজনক দাবী করে স্বজনরা জানিয়েছেন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আব্দুস সালামের শরীরের বিভিন্ন স্থানে একাধিক রক্তাক্ত গভীর ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় সচেতন মহল আব্দুস সালামের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।