গোলাপগঞ্জে হামলায় আহত ছাত্রলীগ সভাপতির অবস্থা আশংকাজনক

22

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত শরীফগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম আলী (২২) এর অবস্থা আশংকাজনক। বর্তমানে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় ইব্রাহীম আলীর পিতা মোহাম্মদ আলী গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় দিকে ইব্রাহীম আলী সিলেট থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে রহিছ আলীর বাড়ির সামনে আসামাত্র পরিকল্পিত ভাবে ওৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন লোহার রড, বাস দিয়ে তার হামলা চালায়। এতে ইব্রাহীম আলীর দু’হাত গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ভেঙ্গে যায়। এ ব্যাপারে ইব্রাহীম আলী বলেন, কিছু দিন আগে কুশিয়ারা পুলিশ ফাঁড়ি নাশকতার মামলায় একজন শিবির কর্মীকে গ্রেফতার করে। আমি নাকি এই কর্মীকে ধরিয়ে দিয়েছি এই অভিযোগ তুলে আমার উপর শরীফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের সালাম মিয়ার পুত্র তুফায়েল ইসলাম, কবিল মিয়ার পুত্র আইবুর রহমান, হানু মিয়ার পুত্র আজির উদ্দিন হামলা করে। ইব্রাহীম আলীর পিতা মোহাম্মদ আলী জানান, ডাক্তার বলেছে ইব্রাহীম আলীর দু’হাতে অপারেশন করতে হবে। হাতের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করে হলে তিনি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।