সোহেল-রুহুল-দুলুসহ দ্বিতীয় দিনে ২৩৫ জনের আপিল

8

কাজিরবাজার ডেস্ক :
আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দ্বিতীয় দিনে জাতীয় পার্টির সোহেল রানা, রুহুল আমীন হাওলাদার, বিএনপির রহুল ক্দ্দুুস তালুকদার দুলুসহ ২৩৫ প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন। এর আগে সোমবার (০৩ ডিসেম্বর) প্রথমদিন ৮৪ জন আপিল করেছিলেন।
বুধবার (০৫ ডিসেম্বর) মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করার শেষ দিন। এ পর্যন্ত ৩১৯টি আপিল আবেদন পড়েছে কমিশনে।
মঙ্গলবারের (০৪ ডিসেম্বর) ২৩৫ জনের মধ্যে রংপুর বিভাগের ২৮, রাজশাহীর ২২, ঢাকার ৬৮, বরিশালের ১২, সিলেটের ১৫, ময়মনসিংহের ১৬, খুলনার ১৮ ও চট্টগ্রাম থেকে ৫৬টি আপিল জমা পড়েছে।
এছাড়া বগুড়া-৪ আসনের প্রার্থী হাফিজুর রহমান আরেক প্রার্থী আক্তারুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন।
এদিকে, মঙ্গলবার প্রার্থীদের আপিল গ্রহণ করা আট বিভাগের ডেস্কগুলো পরিদর্শন করেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। পরে তিনি সাংবাদিকদের বলেন, আপিলকারীদের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করা হবে না।
গত ২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। পরে সারাদেশে দাখিল করা তিন হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাইয়ের পর দুই হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।