বিশ্বনাথে নদী খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এর দাবিতে মানববন্ধন

38
বিশ্বনাথে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের মানববন্ধন।

বিশ্বনাথ থেকে সংবাদদাতা  :
বিশ্বনাথের বাসিয়া নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী পুনঃখনন করতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ’র নেতারা। শনিবার বিকেলে উপজেলা সদরের বাসিয়া ব্রিজের উপর ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাসিয়া নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের উপর চলমান মামলা দ্রুত নিষ্পত্তি করে নদী পুনঃখনন কাজ শুরু করার দাবিও জানানো হয়।
সংগঠনের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, শেখ শহীদুল ইসলাম, বাবুল মিয়া, সিরাজুল ইসলাম সিরাজ, শাহাজান সিরাজ, আব্দুল বাতিন, লুকমান হোসেন, ইকবাল হোসেন, শেখ কাওসার আলী, সিজিল মিয়া, শানুর আলী জয়দু, মামুনুর রহমান, আজাদ মিয়া, ফারুক মিয়া, খালেদ মিয়া, এসএ সাজু, বকুল আহমদ, আব্দুস সামাদ, রুবেল মিয়া, শিপন আহমদ, ছালেহ আহমদ, কয়েস মিয়া, মারুফ মিয়া, আবু সুফিয়ান ও আমজাদ মিয়াসহ আরও অনেকে।