জীবন্ত লাশের মর্গ

63

কাজী জুবেরী মোস্তাক

আজকে সময়ের মতোই সময়ও চলে যাচ্ছে
কপালের চৌকাঠেও ব্যর্থতা খেলা করেছে ,
স্বপ্নবাজের স্বপ্নরা সব কোণঠাসা হয়ে গেছে
আর মনোবলও ভাটির দিকেই ছুটে চলেছে।

এসমাজ আজ যেন এক জীবন্ত লাশের মর্গ
সমাজপতিরা গড়ে মাদক আর সন্ত্রাসের দুর্গ ,
বুদ্ধিহীন করছে টকশো তাতে কত যুক্তিতর্ক
অথচ কতশত বেকার চাকুরী কোটাতে ব্যর্থ।

ব্যর্থতার যত দায়ভার সবটা কপালকে দিয়ে
অর্জিত সার্টিফিকেটগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ,
জীবনের শেষ প্রান্তে আজকে আছি দাঁড়িয়ে
তবু আশাহত আশাগুলো সবই রাখি বাঁচিয়ে।

এ সমাজ আজকে যেন পরিত্যক্ত ডাস্টবিন
কর্পোরেট লোকেজনই নোংরা করে রাতদিন ,
আর আমজনতা তা সাফাই করছে প্রতিদিন
তবু কর্পোরেট মানুষরাই ভদ্র সাজে চিরদিন।

দুঃস্বপ্নের ভিড়ে স্বপ্নেরা আজও হারিয়ে যায়
কষ্টগুলো জড়িয়ে আছে যেন পরম মমতায়
জীবনও তার সব লেনদেনই বুঝে নিতে চায়
ভালোবাসা আর বিশ্বাস নিয়েই মরতে চায়।