কর্নেল (অব.) অলি ১০ ছেড়ে দিয়েছে বিএনপি

253

২০ দলীয় জোটের অন্যতম শরীক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদকে ১০ ছেড়ে দেওয়ার নিশ্চয়তা দিয়েছে বিএনপি। তবে বিএনপির কাছে তিনি আরো ২ আসন দাবি করেছেন।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিএনপির পক্ষথেকে এলডিপিকে এ বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানান দলের প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের প্রেস সেক্রেটারি।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন চুড়ান্ত হওয়া ১০ আসনের মধ্যে এলডিপির সভাপতি ড. কর্নেল (অবঃ) অলি আহমদ বীরবিক্রম চট্রগ্রাম -১৪ এবং সালাউদ্দীন মিয়া গোপালগঞ্জ -১ আসনে দলীয় ছাতা প্রতীকে নির্বাচন করবেন।
যেসব আসনে নিশ্চয়তা পেয়েছে এলডিপি সেগুলো হলো- ড. কর্নেল (অবঃ) অলি আহমদ বীরবিক্রম (চট্টগ্রাম -১৪), ড. রেদোয়ান আহমেদ (কুমিল্লা-৭), শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর -১),. নুরুল আলম (চট্টগ্রাম -৭), এয়াকুব আলি (চট্টগ্রাম-১২), ড. নেয়ামুল বশির (চাঁদপুর -৫), সৈয়দ মুন্জুর মোর্শেদ (ময়মনসিংহ-১০), সালাউদ্দীন মিয়া (গোপালগঞ্জ -১), এম এ বাশার (ময়মনসিংহ -৮) ও মেহেদি হাসান (ঝিনাইদহ-