দিরাইয়ে আওয়ামীলীগ-বিএনপি সহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

46

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনের জন্য আওয়ামীলীগ বিএনপি সহ সাত প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বুধবার দিরাই সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা।
আওয়ামীলীগ মনোনীত দিরাই-শাল্লার সংসদ সদস্য জয়া সেন গুপ্তা নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তাঁর সাথে ছিলেন, শাল্লা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক আল-আমীন চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাাদক পৌর মেয়র মোশারফ মিয়া, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, আওয়ামীলীগ নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায় প্রমুখ।
ঐক্যফ্রন্ট মনোনীত দিরাই-শাল্লার সাবেক এমপি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে মনোনয়ন জমাদেন দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী ও শাল্লা উপজেলা বিএনপির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র কুমার দাস এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ এর সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম, শাল্লা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, শাল্লা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব ছোবহানী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান, বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, কুলঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান, চরনারচর ইউনিয়ন চেয়ারম্যান রতন কুমার তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী সায়মন, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মহি উদ্দিন কাশেমী, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক একে কুদরত পাশা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দিরাই উপজেলা যুবদলের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাধারণ সম্পাদক ফারুক সরদার প্রমুখ।
অন্যান্যের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরী পাভেল, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সাধারণ সম্পাদক গোলজার আহমদ, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির নিরঞ্জন দাস খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুল হাই প্রমুখ।