সুনামগঞ্জে একাধিক নেতার হাতে মনোনয়নের চিঠি, বিভ্রান্তিতে কর্মীরা

39
সুনামগঞ্জে বিএনপি মনোনয়নপ্রাপ্ত।

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জে চারটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একাধিক প্রার্থীর হাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি তুলে দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরপরই তাদের সমর্থকরা নির্বাচনী এলাকায় উল্লাস প্রকাশ করছেন। কেউ কেউ মিষ্টি বিতরণ করছেন। চিঠি প্রাপ্ত নেতাদের বরণ করার জন্য প্রস্তুত হচ্ছেন সমর্থকরা। তবে এ নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি কর্মীরা দ্বিধা-ত্রিধা বিভক্ত হয়ে পড়ছেন। আগামী (আজ) কাল মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য প্রত্যেক্যেই প্রস্তুতি নিচ্ছেন। কর্মীরা পছন্দের প্রার্থীর সাথে মনোনয়নপত্র জমা দিতে যাবেন। ফলে নির্বাচন মুহূর্তে কর্মীদের মধ্যে নতুন করে বিভক্তি দেখা দিয়েছে।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহিরপুর-জামালগঞ্জ) আসনে সাবেক এমপি নজির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিছুল হক, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, সুনামগঞ্জ- (সুনামগঞ্জ-বিশ^ম্ভরপুর) আসনে সাবেক হুইফ ফজলুল হক আসপিয়া, সুনামগঞ্জ সদও উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে সাবেক এমপি কলিম উদ্দিন মিলন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজিানুর রহমান চৌধুরী মিজানের হাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি দেওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের সমর্থকদের ওয়ালে ওয়ালে প্রচার হচ্ছে পছন্দের নেতার চিঠি ফলে তৃণমূলে বিভ্রান্তিতে পড়ছেন সমর্থকেরা।