ফেসবুক-টুইটারসহ সোশ্যাল মিডিয়া ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নির্দেশ

40
social media tricks

কাজিরবাজার ডেস্ক :
ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ২৪ ঘণ্টা মনিটরিংয়ের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে অপরাধীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সোমবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্র ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ২৪ ঘণ্টা মনিটরিং করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে মোবাইল অপারেটর, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, এনটিএমসি এবং পুলিশের সাইবার ক্রাইম ইউনিট রাউন্ড দ্য ক্লক (সারাক্ষণ) মনিটরিং করবে। প্রয়োজনের আমাদের সঙ্গে তারা সার্বক্ষণিক অ্যাটাচড থাকবে। এতে আমরা ঘটনার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবো।’
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচনকে নিয়ে প্রোপাগান্ডা, গুজব, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বানচাল করার উদ্দেশ্যে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নির্দেশ দিয়েছি। ফেইক আইডি থেকে প্রোপাগান্ডা চালালে তাদের চিহ্নিত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’