১৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২য় পর্বে’র র‌্যাফেল ড্র

106
সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলায় র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রথম পুরস্কার বিজয়ীর হাতে প্রাইভেট কার তুলে দিচ্ছেন মণিপুরী তাঁত শিল্প ও জামদানী বেনারসী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল গফফার।

দেশি-বিদেশি পণ্যের সমাহার নিয়ে জমে উঠেছে ১৪তম সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিনোদনের অভাব থাকায় লোকজন এখন অনেকটা মেলামুখী। নগরীর শাহী ঈদগাহ সদর উপজেলা খেলার মাঠে সকল বয়সের নারী-পুরুষের উপচে পড়া ভিড় এখন মেলায়। এ ছড়া থাকছে আকর্ষণীয় র‌্যাফেল ড্র। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও মণিপুরি তাঁতী শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশন এর সার্বিক ব্যবস্থাপনায় গত রবিবার রাতে আলোচনা সভা সাংস্কৃতিক সন্ধ্যা ও ২য় পর্বের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, মেলা একটি বিনোদনের কেন্দ্র বিন্দ্র বাঙালির মন মানসিকতায় মেলার প্রাচীন ঐতিহ্য মিশে রয়েছে। যে কোন মেলায় সুযোগ পেলে মানুষ একত্রিত হয়ে উপভোগ করে। মেলায় কেবল সাংস্কৃতিক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসুদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিট পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন রজত কান্তি ও জান্নাত নাজ আশা।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মো: এমদাদ হোসেন, পরিচালক মো:হিজকিল গুলজার, মেলা সাব কমিটির আহবায়ক মুশফিক জায়গীরদার, সিলেট চেম্বারের পরিচালক আব্দুর রহমান, মেলা পরিচালনা কমিটির য্গ্মু আহবায়ক আব্দুর রহমান জামিল, মণিপুরী তাঁতী শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি হাজ্বি আব্দুল গফফার, আমির হোসেন প্রমুখ। র‌্যাফেল ড্র পুরস্কার বিজয়ীরা হলেন যারা:-১ম পুরস্কার প্রাইভেট কার ১টি’র কুপন নাম্বার গ ৭৫৩৬২, ২য় প্লাটিনাম মোটরসাইকেল ১টি’র কুপন নাম্বার ক ১২০৪১১, ৩য় ১০০ সিসি রানার চিতা মোটর সাইকেল ১টি’র কুপন নাম্বার খ ৩০৪০৫৬, ৪র্থ ১০০ সিসি রানার চিতা মোটর সাইকেল ১টি’র কুপন নাম্বার ঙ ১৭২৩৩০, ৫ম ৮০ সিসি রানার মোটর সাইকেল ১ টি কুপন নাম্বার ঙ ২৭৪৫৫০, ৬ষ্ঠ ৮০ সিসি রানার মোটর সাইকেল ১টি কুপন নাম্বার খ ২২১১৯৪, ৭ম ৮.৫ সিএফটি ফ্রিজ ১টি’র কুপন নাম্বার ঘ ২৪৪৮২৫, ৮ম ৩২ ইঞ্চি এলইডি টিভি ১ টি কুপন নাম্বার ঘ ৫৫০৮৬, ৯ম মোবাইল ফোন ৬টি’র কুপন নাম্বার খ ৭২২২২, ক ১২১১৭৪, গ ২৯৮৮৭১, ঘ ১১১৮১৫, ঘ ১০৭৫২৬, গ ৭৫২৫৩, ১০ম আকর্ষণীয় পুরস্কার ২৭টি কুপন নাম্বর ২৮৪১৭০, ২৩২২১০, ১২৮৭৪২, ২৬০০৪৯, ২৬১৮২১, ২৯২২২৮, ১৬৬০৮১, ১৩০১৫৫, ৭৯০৫৪, ১২৮২১৮, ২৪৯৮৮৩, ১৬৯৯২৫, ৩০৭০১৪, ১১১০৬৬, ১৮৯১৯৯, ২২৯৬৬০, ১০৬৪৮০, ৩৩৭০৫৮, ২২৭৭৩৫, ৩০২৭৯৩, ৬৬৩৭১, ৬৪৫৩৮, ২১৮৮৪৭, ৩১৮১২৯, ৯৪৪১০, ৮৪১১৫, ১০০১৪৮। বিজ্ঞপ্তি