জকিগঞ্জে আ’লীগ প্রার্থী হাফিজ মজুমদারকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

191

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
সিলেট-৫ (জকিগঞ্জ কানাইঘাট) আসনে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়নের চিঠি পেয়েছেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। রবিবার বিকেলের দিকে সিলেট-৫ আসনে তাঁকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করে চিঠি প্রেরণ করা হয়। জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী এ চিঠি গ্রহণ করেন। হাফিজ আহমদ মজুমদার এর আগেও দুইবার এমপি নির্বাচিত হন। তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন বিদ্যাপীঠসহ হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
এদিকে এ সংবাদে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সন্ধ্যা পরে জকিগঞ্জ শহরে আওয়ামীলীগ নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। পৃথক দুটি আনন্দ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, জকিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর তাপাদার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ, নুরুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ, পৌরসভা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন তাপাদার শাকিল, যুবলীগ নেতা সেলিম আহমদ, শামিম আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পৌরসভার সভাপতি ওমর ফারুক প্রমুখ। উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদের নেতৃত্বাধীন বলয়ের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। মিছিলটি শহর ঘুরে এসে এম এ হক চত্তরে পথসভায় মিলিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা উপজেলা কৃষকলীগ নেতা মুক্তার হোসেন মুক্তা, পৌরসভা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল গফুর সুন্দর, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত মেম্বার, পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন পুতুল, সদস্য স্বপন রায়, পৌরসভা তাঁতীলীগের আহবায়ক নাজু আহমদ, হারুনুর রশিদ, আবুল আহমদ, পৌরসভা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নাজির আহমদ, উপজেলা যুবলীগ নেতা আতিকুর রহমান, সুমন আহমদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জকিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আনোয়ার সিরাজী, ছাত্রলীগ নেতা শাহারিয়া আহমদ, পৌরসভা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আসাদ আহমদ, সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান, সরকারি ডিগ্রী কলেজ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জকিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম সাহেদ, পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী শাকিল, প্রচার সম্পাদক হাদিউল বাশার হাদি, দপ্তর সম্পাদক রুহুল আমিন কর্ণেল, যুবলীগ নেতা শাহান আহমদ প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সভা করেছেন।