দাগ কমাতে বেইকিং সোডা

193

বেইকিং সোডা অনেক সময় ত্বকের জন্য রুক্ষ হতে পারে। তাই সঙ্গে প্রাকৃতিক ব্লিচিং সমৃদ্ধ লেবুর রস ব্যবহার করা উচিত।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে দাগ দূর করতে বেইকিং সোডার ব্যবহারের পন্থা এখানে দেওয়া হল।
– উপাদান দুটি ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন এবং পরিষ্কার ও হালকা ভেজা মুখে লাগান।
– প্রথমে দাগ ছোপের উপরে এবং পরে বাকি মুখে মিশ্রণটি মাখুন।
– কয়েক মিনিট পরে প্রথমে গরম পানি দিয়ে এবং তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
– হাল্কা চাপ দিয়ে মুখ মুছে নিন। তারপর এসপিএফ সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
রাতে এটা ব্যবহার করা সবচেয়ে ভালো। কারণ লেবু ব্যবহারের পরে রোদে গেলে ত্বক কালচে হয়ে যেতে পারে।
ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুবার এই পদ্ধতি অনুসরণ করুন