বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সেবার ট্রাভেল নেটওয়ার্কের জয়েন্ট প্রোডাক্ট ব্রিফিং সেমিনার

49

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড এর যৌথ উদ্যোগে আই.এ.টি.এ. অনুমোদিত ট্রাভেল এজেন্টদের নিয়ে প্রোডাক্ট ব্রিফিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর স্টার প্যাসিফিক হোটেলে সেবার ট্রাভেল নেটওয়ার্ক এর বিজনেস ডেভেলাপমেন্ট অফিসার জ্যাতিরময় দাস’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সেবার ট্রাভেল নেটওয়ার্ক সিলেটের অফিস ইনচার্জ ফরহাদ আহমদ চৌধুরী।
এর আগে অনুষ্ঠানে আগত অথিতিদের স্বাগত জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জেলা ব্যাবস্থাপক হেলাল উদ্দিন।
এসময় তিনি বলেন, এদেশের দেশপ্রেমিক মানুষের বিদেশ ভ্রমনে প্রথম পছন্দ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান ও তাঁর সক্ষমতা অনুযায়ী যাত্রীদের কাক্সিক্ষত সেবা দিয়ে আসছে।
অনুষ্ঠানে সেবার ট্রাভেল নেটওয়ার্ক এর সি.ই.ও.ও কান্ট্রি ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, ১৯৫৯ সালে সেবার প্রতিষ্ঠা হওয়ার পরপরই সারা বিশ্বে এয়ার টিকেট রিজার্ভেশন সিস্টেমকে কম্পিউটারের আওতায় নিয়ে আসে । বাংলাদেশে সেবার বিশেষত – এয়ারলাইনস্ ও ট্রাভেল এজেন্টদের সেবা দিয়ে থাকে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটাব সিলেট জোন এর সভাপতি আব্দুল জব্বার জলিল, সচিব জিয়া উদ্দিন খান রেজওয়ান, বিমান বাংলাদেশ এয়ারইয়লাইন্স’র কাউন্টার ইনচার্জ মোঃ শাহ নেওয়াজ, কার্গো ইনচার্জ মাহমুদুর রহমান মাসুম, সেইলস প্রমশন অফিসার সৈয়দা নাসিমা আক্তার বিথী, রিজার্ভেশন ইনচার্জ কামাল আহমদ ।
সভায় উপস্থিত ছিলেন সেবার ট্রাভেল নেটওয়ার্ক এর জেনারেল ম্যানেজার (সেইলস) আজাদ বারাকাত, ফিনেন্স অ্যান্ড এডমিন জাবেদ উল্লাহ, এসিস্টেন্ট ম্যানেজার টেকনিক্যাল আহমেদ হোসেইন কায়েস, এসিস্টেন্ট ম্যানেজার কাস্টমার সাপোর্ট আব্দুস শরীফসহ সিলেটের ট্রাভেল এজেন্সির মালিকরা। বিজ্ঞপ্তি