কবি নিজের অভিব্যক্তি দিয়েই কবিতার চাষাবাদ করেন ——-কবি কালাম আজাদ

55

কবিতার কোন সংজ্ঞা নেই। কবিতা সর্বজনীন একটি শিল্প। কবি নিজের অভিব্যক্তি দিয়েই কবিতার চাষাবাদ করেন। সমাজের বাস্তব চিত্র তুলে আনেন। সময়ের রেখাপাত কবিতায় পাওয়া যায়। নবীন- প্রবীণ সবার ভাবনা এক নয়। বয়সের সাথে ভাবনারও পরিবর্তন হয়। তরুণ কবি আহমদ আল কবির চৌধুরীও এর ব্যতিক্রম নন। তার কবিতায়ও সমাজ বাস্তবতার চিত্র ফুটে উঠেছে। প্রাকৃত প্রকাশের উদ্যোগে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে একথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি কালাম আজাদ।
গতকাল কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে কবি আহমদ আল কবির চৌধুরী’র কবিতার বই আগুনের ফুল ও ছড়াগ্রন্থ পরিচয় এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রবীণ কবি ও গীতিকার এম এ ওয়ারিশের সভাপতিত্বে কবি শামস মাহবুবের উপস্থাপনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আজিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি দেবব্রত রায় দীপন, ছড়াকার কামরুল আলম, গল্পকার মিনহাজ ফয়সল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি অনিন্দ্য আনিস, কবি ও সাংবাদিক মুকিত রহমানী, কবি আবদুল মুকিত অপি, কথাসাহিত্যিক শিরিক আক্তার। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কবি মামুন সুলতান। অনুভূতি ব্যক্ত করেন কবি আহমদ আল কবির চৌধুরী। কবির কবিতা থেকে কবিতা আবৃত্তি করেন কবি হিমেলে মাহমুদ ও কবি আহমদ জারির। বিজ্ঞপ্তি