সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন ফরম ক্রয় করেছেন ৯ প্রার্থী

19

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনে সরকারীভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৯ জন সংসদ সদস্য প্রার্থী। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এসব মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারির কাছ থেকে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারি মোশাহিদ আলী। বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের পক্ষে পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা হুসাইন আল হারুন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বিকেলে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে সংগঠনের কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম মহা সচিব মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিনের পক্ষে সংগঠনের পৌর সেক্রেটারি ফারুক আহমদ জাবেদ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর আগে বিএনপির প্রার্থী হিসেবে ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরির পক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন ও কোন দলের পরিচয় না দিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আইয়ূব করম আলী। বিএনএফ’র আশরাফ হোসেন, ন্যাপের আবদুল অদুদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রঞ্জিত কুমার দে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।