দ্বিতীয় দিন শেষে ৯৯ রানে এগিয়ে ইংল্যান্ড

31

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
ব্যাটিং ব্যর্থতা থেকে কোনোভাবেই যেন মুক্তি মিলছে না শ্রীলঙ্কার। আগের দুই টেস্টের মত লঙ্কানদের বাজে ব্যাটিং প্রদর্শনী দেখা গেল কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টেও। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩৬ রানের জবাবে একটা সময় ১ উইকেটেই ১৭৩ রান তুলে ফেলেছিল তারা। এরপর কিনা ২৪০ রানেই গুটিয়ে গেল দলটি! দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। লঙ্কানদের চেয়ে এখন ৯৯ রানে এগিয়ে আছে সফরকারীরা।
দলীয় ৩১ রানে দানুস্কা গুনাথিলাকাকে (১৮) হারায় শ্রীলঙ্কা। এরপর দিমুথ করুনাতেœ আর ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাটে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল স্বাগিতকরা। দলীয় ১৭৩ রানে ধনাঞ্জয়াকে (৭৩) ফিরিয়ে এই জুটি ভাঙেন আদিল রশিদ। খানিক বাদে রশিদের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন করুনারতেœও (৮৭)। দলীয় ২০০ রানে বেন স্টোকসের বলে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে ফেরেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ (৫)। ২০৫ রানে বিদায় নেন রোশেন সিলভা (৩)। এরপর ২২২ রানেই তিন-তিনজন ব্যাটসম্যানকে হারায় শ্রীলঙ্কা। আউট হয়ে একে একে ফিরে যান রোশান ডিকওয়েলা (৫), কুশল মেন্ডিস (২৭) আর দিলরুয়ান পেরেরা (০)। শেষ পর্যন্ত ২৪০ রানেই থেমে যেতে হয় তাদের।
ইংল্যান্ডের পক্ষে মাত্র ৪৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন লেগস্পিনার রশিদ। পেসার স্টোকসের পকেটে গেছে ৩ উইকেট। এছাড়া জ্যাক লিচ নিয়েছেন একটি উইকেট।
উল্লেখ্য, জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৭ উইকেটে ৩১২ রান তুলেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শেষতক তারা থামে ৩৩৬ রানে। শ্রীলঙ্কার পক্ষে ৯৫ রান খরচায় ৫ উইকেট দখল করেন চায়নাম্যান সান্ডাকান। পুষ্পকুমারা ২টি আর দিলরুয়ান পেরেরা নেন ৩টি উইকেট।