আনসার-ভিডিপি’র দলনেত্রীর প্রশিক্ষণ

33

আনসার-ভিডিপি’র সিলেট বিভাগীয় রেঞ্জ পরিচালক সারোয়ার জাহান চৌধুরী পি.এ.এম বলেছেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক ভাবে নিজে স্বাবলম্বী করে তোলায় এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। আনসার-ভিডিপি বাহিনীর পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও সমান্তরালে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর করা হচ্ছে। চাকরি পেতে ব্যর্থ হলে এর জন্য চাকরির পিছনে ছুটাছুটি না করে এক একজন প্রশিক্ষণার্থীকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন।
বিভাগীয় রেঞ্জ পরিচালক ২৩ নভেম্বর শুক্রবার সকালে সিলেট নগরীর আখালিয়াস্থ আনসার-ভিডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট বিভাগের ৪ জেলার ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রীদের ২৮ দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্স কর্মকর্তা সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়, প্রশিক্ষিকা গোয়াইনঘাট উপজেলার মোছাঃ মকুল খানম ও প্রশিক্ষক হিসেবে ২ আনসার ব্যাটালিয়ানের কয়েকজন সদস্য। বিজ্ঞপ্তি