শীতের জীবন

191

শরীফ সাথী

শীত এসেছে তাইতো আজি হচ্ছেটা কি?
হীমেল বায়ু এদিক ওদিক বচ্ছেটা কি!
সবুজ ঘাসে শীত শিশিরের বসবাস,
কুয়াশাতে ঘিরে আছে চারিপাশ।

ভোরের সময় বড্ড যেন নষ্ট হচ্ছে,
সূর্য মামার আলো দিতে কষ্ট হচ্ছে।
শীতের দিনে গরম পাবার রাস্তাটা কি,
পশু পাখি মানুষ জনের আস্তাটা কি।

ষড়ো ঋতুর বাংলাতে বাস
করে সবার সয়ে যায়,
গরীব ধনীর কান্না হাসির
মাঝে জীবন বয়ে যায়।