কানাইঘাটে পালিয়ে বেড়াচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা, দু’দিনে ৬ জন গ্রেফতার

27

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানা পুলিশ জামায়াত শিবিরের নেতাকর্মী ও সমথর্কদের গ্রেফতার করতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। গত শনিবার পুলিশ অভিযান চালিয়ে শিবির নেতা শাকির আহমদ (২৬) ও একই দিনে জুলাই দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক জামায়াতের রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ আলী (৪৮) ব্যবসায়ী জামায়াতকর্মী আজমল শেখ (৪৮) ও গত রবিবার জামেয়া ছাত্তারিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক জামায়াত কর্মী শিব্বির আহমদ (৩৫), ফাযিল পরীক্ষার্থী শিবির কর্মী শাহাজাহান সাহেদ (২৫), জামায়াত কর্মী ছিদ্দিক আহমদ (৬৫) কে গ্রেফতার করে। জামায়াত সন্দেহে রবিবার সন্ধ্যার দিকে বীরদল এনএম একাডেমীর সহ-শিক্ষক শাহাব উদ্দিন কে পুুলিশ আটক করলেও পরে রাতে থানা থেকে এ শিক্ষককে জামায়াতের সাথে সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়। থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার জানিয়েছেন গ্রেফতারকৃত জামায়াত শিবিরের ৬ নেতাকর্মী কে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামী দেখিয়ে আদালতের মাধ্যমে পুলিশ জেল হাজতে পাঠিয়েছে। তার অভিযোগ গ্রেফতারকৃত জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতা মূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। অপর দিকে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ জানিয়েছেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোন ধরনের মামলা নেই। নির্বাচনের তফসিল ঘোষণার পরও পুলিশ প্রতিদিন জামায়াত শিবিরের নেতাকর্মীদের গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত যে, সিলেট ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে সম্ভাব্য ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে স্বতন্ত্র ভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সাংসদ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।