হুমায়ূন আহমেদ স্মরণে দুবাইয়ে হিমু মেলা

220

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন উপলক্ষে দুবাইয়ে ‘হিমু মেলা’ করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে দুবাইয়ের ক্রিক পার্কে এ আয়োজনে পুরুষরা হিমুর মতো হলুদ পাঞ্জাবি আর মেয়েরা রুপার মতো নীল শাড়ি পরে আসেন।
হুমায়ুন আহমেদের লেখা বিভিন্ন গল্প-উপন্যাসের উপর কুইজ দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
মেলার উদ্যোক্তা সংস্কৃতিসেবী জুলফিকার হায়দার খানের স্বাগত ভাষণের পর মেলা নিয়ে কথা বলেন কমিউনিটি নেতা মোহাম্মদ নওশের আলী ও মঈনুল ইসলাম।
আরিফা নুসরাতের সঞ্চালনায় এতে হিমুর ছড়া নিয়ে আসেন প্রবাসী ছড়াকার সাংবাদিক লুতফর রহমান।
হিমু সাজের জন্য পুরস্কার পান তাহসিন রহমান ও রুপা সাজের জন্য কানিজ ফাতিমা পপি।