ট্যাকেরঘাটে ইত্যাদির দৃশ্যায়ন

19

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশ তাহিরপুর সীমান্ত ট্যাকেরঘাট পাথর কোয়ারী প্রকল্প এলাকায় আজ ১৯ নভেম্বর দৃশ্যায়ন হবে বিটিবির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। এ লক্ষ্যে ফাগুন অডিও ভিশনের কর্নধার উপস্থাপক হানিফ সংকেত দৃষ্টি নন্দন মঞ্চ তৈরী করেছেন খনিজ প্রকল্পের ক্যাম্পাস এলাকায়। ইতি মধ্যে অনুষ্ঠানকে ঘিরে বিশেষ সাড়া পরেছে তাহিরপুর উপজেলা ও সুনামগঞ্জ জেলা জুড়ে। অনুষ্ঠানটি কবে কখন দেখাবে তা সরাসরি দেখার জন্য একে অপরের কাছে ফোনে খোঁজ খবর নিচ্ছেন। তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওর, ট্যাকেরঘাট পাথর কোয়ারী লেক, বারেক টিলা, যাদুকাটা নদী, শিমুল বাগান সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠে সারা দেশে ভ্রমণ পিপাসুদের কাছে। আর তাতেই হয়তো স্থানগুলো নজরে আজে বিখ্যাত উপস্থাপক হানিফ সংকেতের।
জানা যায়, গত ৬ মাস ধরে ইত্যাদি টিমের সহকারীরারা স্থান নির্বাচনের জন্য সবগুলো স্পট ঘুরে দেখেন। সম্প্রতি হানিফ সংকেতও এসে ঘুরে যান তাহিরপুর। তারপর ইত্যাদি দৃশ্যায়নের জন্য স্থান নির্বাচন করেন ট্যাকেরঘাট পাথর কোয়ারী প্রকল্প এলাকা। ১৯ নভেম্বর দৃশ্যায়ন হবে ইত্যাদি আর দৃশ্যায়িত অনুষ্ঠানটি পরে বিটিবিতে সম্প্রচার করো হবে।