কানাইঘাটে টিলা কেটে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো

27

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির কেওটি হাওর গ্রামে টিলা কেটে অবৈধ ভাবে ঘর নির্মাণ করায় গতকাল শনিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং।
জানা যায় মাস খানেক পূর্বে এলাকাবাসীর বাধা উপেক্ষা করে কেওটি হাওর গ্রামের বিলাল উদ্দিনের পুত্র আব্দুল কাদির ও সুলতান উদ্দিন গংরা ডাউকেরগুল গ্রামের মৃত ইলিয়াছ আলীর পুত্র জালাল উদ্দিন গংদের দীর্ঘদিন ধরে দখলীয় লীজকৃত সরকারী খাস খতিয়ানের প্রায় ৩ একর ভূমির কয়েকটি টিলা কেটে মাটি বিক্রি সহ অবৈধ ভাবে উক্ত জায়গা দখলের উদ্দেশ্যে টিলার উপরে টিন শেডের বসত ঘর নির্মাণ করে। টিলা কেটে পরিবেশ বিনষ্ট করে ঘর নির্মাণের ঘটনায় ইলিয়াছ আলীর পুত্র জালাল উদ্দিন গংরা বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং গতকাল শনিবার দুুপুর ১২ টার দিকে কানাইঘাট থানা পুলিশ কে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে টিলা কেটে তার উপর নির্মিত অবৈধ স্থাপনা, টিনশেডের ঘর গুঁড়িয়ে দেন। এ সময় তিনি পুনরায় সরকারী জায়গার উপর অবৈধ ভাবে টিলা কেটে বসত ঘর নির্মাণ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।