ওসমানীনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের অভিষেক ॥ অস্তিত্ব রক্ষার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে

32

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বাংলাদশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তাজপুর কদমতলাস্থ ডাক বাংলো প্রাঙ্গণে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি নিলীমা দাসের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন- দিনের পর দিন নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কোনো সম্প্রদায়কে বাদ দিয়ে দেশের কাঙ্কিত উন্নয়ন সাধিত হবেনা। আমাদের পূর্ববর্তীরা এ দেশে জন্মগ্রহণ করেছেন, এটা আমাদের জন্মভূমি। আমরা এ দেশের সংখ্যালঘু কেন হবো? দেশে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করতে হবে। এদেশে সংখ্যালঘুদের দাম শুধু নির্বাচনের সময়। তারপর তাদের উপর নির্যাতন হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়না। এবিষয়ে সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।
সাত দফা ও নির্বাচনী পাঁচ দফা দাবি তুলে ধরে বক্তারা বলেন- নির্বাচন কমিশনে একজন যোগ্য সংখ্যালঘু প্রতিনিধি মনোনয়ন, সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যাপর্ণ আইন ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন, শাহবুদ্দিন কমিশন রিপোর্টের সুপারিসাবলীর বাস্তবায়ন করতে হবে। বক্তারা আরো বলেন- মুক্তিযুদ্ধের পর সংখ্যালঘু কমছে। সে সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় দেশ ছেড়ে অন্যত্র চলে গেছেন। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রামে এগিয়ে আসতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ও সংসদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণাকে খুলনা-১ আসনে ও সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তীকে সংরক্ষিত নারী আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্তিকরণের জোর দাবি জানানো হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক চয়ন পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রীয়া ভট্টাচার্য্য, প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী, বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গীতা বিশ্বাস, সহ-সভাপতি এডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনতি সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার আহবায়ক এডভোকেট বনানী দাস ইভা, সদস্য সচিব প্রভাষক বীনা সরকার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি সত্যেন্দ্র কুমার দে, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক অজিত পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোতিকা চৌধুরী, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শিপন বারেক ও ছাত্র যুব ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি পাপ্পু বহ্নি প্রমুখ। আলোচনা অনুষ্টানে পংকজ দেব, বাবুল বৈদ্য, স্বপন সেন ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান মহিলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়াংকা চক্রবর্তীর নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।