দলদলি চা-বাগানে পিএসসি পরীক্ষাদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ

20

প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা উপকরণ বিতরণ করে সিলেট চা জনগোষ্ঠী ছাত্র-যুব কল্যাণ পরিষদ ও দলদলি চা-বাগান যুব সংঘ। ১৬ নভেম্বর শুক্রবার দলদলী চা-বাগানস্থ দলদলী প্রাথমিক বিদ্যালয়ে ৩১জন শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট এ. এইচ. এম. জাফর চৌধুরী বুলবুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুবিধা বঞ্চিত চা বাগানের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা উপকরণ তাদের মনে উৎসাহ ও প্রেরণা যোগাবে। নিম্ন আয়ের চা শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিশিষ্ট ব্যবসায়ী গৌতম দাসের সভাপতিত্বে ও দলদলী যুব সংঘের সহ সভাপতি শক্তি ভট্টাচার্য্য এবং সাংগঠনিক সম্পাদক বিকাশ রঞ্জন মুন্ডার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং টুকের বাজার ইউপি সদস্য আবুল কাশেম চৌধুরী, পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাস, বিশিষ্ট মুরব্বী সুদেন দাস, রমেশ মুন্ডা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পম্পা চক্রবর্তী, সহকারি শিক্ষিকা তৃপ্তি দে, ব্র্যাক স্কুলের শিক্ষিকা রীতা রানী মুন্ডা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চা জনগোষ্ঠী ছাত্র-যুব কল্যাণ পরিষদের সভাপতি দীলিপ রঞ্জন কুর্মী, সহ সভাপতি বরুণ শিং ছত্রি, তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সাগর কুমার সাহা, সহ তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সোহেল তানভীর, সহ সাধারণ সম্পাদক অপু দাস, ক্রীড়া সম্পাদক মনোরঞ্জন দাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উষা দাস, সিলেট চা জনগোষ্ঠী ছাত্র-যুব কল্যাণ পরিষদ দলদলী চা বাগান শাখার সভাপতি রতন দাস, সাধারণ সম্পাদক জগদীশ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মনু লোহার, এম.জি.এইচ. গ্র“পের সিনিয়র সেলস অফিসার বেলাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি