বজ্রপাতের সময় করণীয়

26

আবু আফজাল মোহা: সালেহ

বজ্রপাতে প্রাণহানি খুব
পশু-মানব বৃক্ষ বিল্ডিং
নষ্ট হিচ্ছে ভীষণ,
চোখের জ্যোতি কানের ক্ষতি
বাড়ছে ঝুঁকি শিশু-স্বাস্থ্য
করছে বজ্র দূষণ!

বজ্রপাতের বহুত কারণ
উষ্ণ বায়ু মেঘে ঘর্ষণ
থাকুক যত বিতর্ক,
বজ্রঝড়ের আগে আগে
লক্ষণ দেখে বুঝে উঠে
হব মোরা সতর্ক!

উঁচু গাছে বিদ্যুৎ খুঁটি
খোলা মাঠে বাড়ির ছাদে
নেইতো কোন প্রশ্রয়,
ধাতব কলে সিঁড়ির রেলিং
টিভি ফ্রিজটা বন্ধ রেখে
নেবো দূরে আশ্রয়!