সোনা পরখ করো

27

মিজানুর রহমান মিজান

মানুষ চিনে মানুষের সঙ্গ ধর
ভাল মানুষকে ভাব কর।।

সর্বাগ্রে তার অন্তর বিচারিও
নীতিবান দেখে প্রাণ খুলিও
নইলে অকালে জীবনে উঠবে ঝড়।।

যে জন অন্যের কথা তোমায় কয়
তোমার কথা অন্যের কাছে বলে নিশ্চয়
কেউকেটা সাপ বুঝে লেজে ধর।।

যে বুঝে বলে বুঝি না
তার ধারে কাছে যেও না
সর্বাঙ্গ তার ভনিতায় করছে ভর।।

মুখে এক আর বুকে আরেক
দায় ঠেকাবে বার শতেক
অলসজনের ঘৃনায় সঙ্গ ছাড়।।

বিত্ত দেখে দিও না মন
বিত্ত চিত্তে সমান যেজন
আসল সোনা পরখ করো।।

শুধু আপন স্বার্থ ভাবে যে লোক
তার চেয়ে একাকীত্ব যে যা বলুক
উত্তম জীবন সদা গড়ো।।