সদর দক্ষিণ নাগরিক কমিটিকে সাংগঠনিকভাবে আরো গতিশীল করার সিদ্ধান্ত

34

সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটকে সাংগঠনিকভাবে আরো গতিশীল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান আহবায়ক কমিটি বাতিল করে ১৭ সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন কমিটি পরবর্তী ৯০ দিনের মধ্যে গঠনতন্ত্রের আলোকে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনে কার্যকর পদক্ষেপ নেবে। গত (১২ নভেম্বর) সোমবার রাতে নগরির স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বর্ধিত মূলতবী সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র অন্যতম যুগ্ম আহবায়ক, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে এবং অন্যতম সদস্য জাহাঙ্গীর খানের পরিচালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল হক এডভোকেট ও সিলাম ইউপি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন। শুরুতে বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সদস্য সচিব, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর। স্বাগত বক্তব্য রাখেন অন্যতম যুগ্ম আহবায়ক, সিটি কাউন্সিলর মোঃ আজম খান। আলোচনায় অংশ নেন নাগরিক কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক, তেতলী ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মইনুল ইসলাম, পরিবহন শ্রমিক নেতা গোলাম হাফিজ লোহিত, বরইকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিব হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, আরকুম শাহ মাজারের মোতওয়াল্লী মোঃ মুহিব আলী, শিল্পপতি আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ, আবদুল মালেক তালুকদার, আলহাজ্ব মোঃ আব্দুুস ছত্তার, হাজী মোঃ ফরিদুর রহমান, এস আর এম আহমদুর রব, আলহাজ্ব মোঃ গোলজার আহমদ, ওয়ারিছ আলী মেম্বার, হাজী আব্দুল মতিন, অরিন্দম দাস হাবলু, নজরুল হোসেন, আব্দুর রহিম, লায়েক আহমদ, হোসাইন আহমদ ওরফে হোসেন আলী, সিএম দেলওয়ার রানা, এম আব্দুল হক মোবাশ্বির, রকিব আহমদ, বাবুল হোসাইন, মোহাম্মদ আব্দুল হান্নান জুয়েল, মোঃ সালাহ উদ্দিন রিমন প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অন্যতম সদস্য হাজী মোঃ জমির আলী মেম্বার।
সভার সাংগঠনিক প্রস্তাবে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে একমত পোষণ করা হয়। এ লক্ষ্যে প্রতিষ্ঠাকালীন বৃহৎ কলেবরের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে স্বল্প পরিসরে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। কো-চেয়ারের সমান মর্যাদায় দু’জনকে আহবায়কের দায়িত্ব দেয়া হয়। বাকি সবাই অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম আহবায়ক হলেন মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া ও তেতলী ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মইনুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল হক এডভোকেট, সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন, সিটি কাউন্সিলর মোঃ আজম খান, আলহাজ্ব মোঃ হাবিব হোসেন চেয়ারম্যান, শ্রমিক নেতা গোলাম হাফিজ লোহিত, সাবেক সদস্য সচিব, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, শিল্পপতি হাজী আব্দুল আহাদ, হাজী আব্দুস ছত্তার, হাজী আব্দুল মতিন, মোঃ নজরুল হোসেন, অরিন্দম দাস হাবলু, জাহাঙ্গীর খান, মোঃ আব্দুর রহিম, লায়েক আহমদ ও বাবুল হোসাইন। বিজ্ঞপ্তি