উৎসব মুখর ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করতে আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা করুন – ইউএনও কানাইঘাট

27

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলার মাসিক আইন শৃংখলা ও চোরচালান প্রতিরোধ কমিটির সভা গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে উপজেলার সার্ভিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। সভায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে যাতে করে উপজেলায় কোন ধরনের বিশৃংখলা ঘটনা না ঘটতে পারে এ জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক মহল কে আইন শৃংখলা বাহিনীকে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া জানান। লোভা ও সুরইঘাট বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ করতে বিজিবি সক্রিয় রয়েছে। ভারত থেকে অবৈধ ভাবে গভাদী পশু আমদানী ও মাদকদ্রব্য ও চোরা চালান প্রতিরোধে বিজিবির টহল জোরদার করার জন্য নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা নির্দেশ প্রদান করেন। তিনি লোভাছড়া পাথর কোয়ারি সরকারী ভাবে লীজ বন্ধ রয়েছে উল্লেখ করে বলেন, তারপর ও যারা কোয়ারি থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলণ করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন। কোয়ারি এলাকায় পুলিশ ও বিজিবির অভিযান জোরদারের উপর গুরুত্ব দেন তিনি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, উপাধ্যক্ষ লোকমান হোসেইন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিওফারগুশন নানকা, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার আবুল হারিছ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। একই দিনে যৌতুক নিরোধ, এনজিও ও ব্যাংক সহ আরো কয়েকটি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।