কওমী শিক্ষার স্বীকৃতি যুগান্তকারী সিদ্ধান্ত – মাহমুদ উস সামাদ এমপি

49

সিলেট-৩ আসনের এম.পি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার যুগের সাথে তাল মিলিয়ে মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন সাধন করেছেন। কওমী শিক্ষার স্বীকৃতি দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এতে মাদরাসার ছাত্রদের জীবন মানের উন্নতি ঘটবে। দেশের এই চলমান উন্নয়ন বিশে^ প্রশংসিত হয়েছে। ফলে বাংলাদেশ মধ্য আয়ের দেশের স্বীকৃতি লাভ করেছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত ৭ নভেম্বর বুধবার সকালে ৬ কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের হাটুভাঙ্গা সিনিয়র আলিম মাদরাসা ও ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মোহাম্মদিয়া ফাজিল মাদরাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানগুলোতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন, হাটুভাঙ্গা সিনিয়র আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান রুনু, প্রিন্সিপাল মাওলানা বাহা উদ্দিন, মোহাম্মদিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল ওয়াহহাব, সহকারী অধ্যাপক মাওলানা বশির উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য হাফিজ তরিকুল ইসলাম তুফা, কাজী সফিকুল ইসলাম মওলা, হাবিবুর রহমান টেপন সাই, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঈন উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা প্রমুখ।