হেম ঋতুটার ছবি

66

রেজাউল রেজা

হেম ঋতুটা আসল এবার
শিউলি ফুলের গন্ধ,
গন্ধরাজের গন্ধে সবার
ফিরল মনে ছন্দ।

পাক ধরেছে আমন ধানে
সোনা রঙের ছোঁয়া,
শিশির কণায় যাচ্ছে এখন
গাছ-গাছালী ধোয়া।

একটুখানি ঠাণ্ডা রাতে
দিনে একটু গরম,
না অতি শীত, না অতি রোদ
পরিবেশটা চরম!

সকাল বেলায় মিষ্টি রোদে
ভিজে সাধক কবি,
কলম খোঁচায় লিখেন বসে
হেম ঋতুটার ছবি।