ব্যাংক থেকে ছেড়া ও পুরাতন নোট সরবরাহ না করার নির্দেশনা দেওয়া হয়েছে – সৈয়দ তারিকুজ্জামান

57

গত ৬ নভেম্বর মঙ্গলবার চেম্বার কার্যালয়ে সিলেট চেম্বার এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংক, সিলেটের নবনিযুক্ত নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান এর সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশ ব্যাংক সবসময় ব্যবসায়ীদের পাশে রয়েছে। ব্যবসায়ীদের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক কখনই গ্রহণ করবেনা। তিনি বলেন, বাংলাদেশ সরকারের ট্রেজারী বিভাগ সোনালী ব্যাংক-কে ট্রাভেল ট্যাক্স গ্রহণের অনুমতি দিয়েছে, তাই আমরা চাইলেও সকল ব্যাংকে ট্রাভেল ট্যাক্স গ্রহণের ব্যবস্থা করতে পারি না। সেক্ষেত্রে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে তামাবিল স্থলবন্দরে সোনালী ব্যাংকের বুথ স্থাপনের আশ্বাস প্রদান করেন। তিনি সিঙ্গেল ডিজিটে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ সুবিধা গ্রহণের আহবান জানান। এছাড়াও তিনি চেক ক্লিয়ারিং এর ক্ষেত্রে ফোনের পাশাপাশি এসএমএস সিস্টেম চালু এবং আরটিজিএস সার্ভিস যথাশীঘ্র চালুর লক্ষ্যে কাজ করার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জিএম শ্রী জীবন কৃষ্ণ রায়, ডিজিএম শামীমা নার্গিস, সোনালী ব্যাংকের জিএম মোঃ আশরাফ উল্লাহ্, জনতা ব্যাংকের জিএম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, অগ্রণী ব্যাংকের ডিজিএম মোঃ আজিজুল হক, বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক মোজতবা রুম্মান চৌধুরী, উপ-পরিচালক শ্রী রতেœশ্বর ভট্টাচার্য্য, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, মোঃ সাহিদুর রহমান, নুরুল ইসলাম, পরিচালক এবং ব্যাংক ও ইন্সুরেন্স সাব কমিটির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট চেম্বারের সদস্য আলীমুল এহছান চৌধুরী, জুবায়ের রকিব চৌধুরী, সামিয়া বেগম চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি