জকিগঞ্জের শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

49

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
স্লিপের টাকা আত্মসাৎ, দপ্তরী পদে নিয়োগ কোটি টাকা বাণিজ্যসহ নানা অভিযোগে অভিযুক্ত জকিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলামকে জরুরীভাবে জকিগঞ্জ উপজেলা শিক্ষা অফিস থেকে প্রত্যাহার করে সুনামগঞ্জের দোয়ারাবাজারে পোস্টিং করা হয়েছে। রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাজেদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ইতিপূর্বে বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। সম্প্রতি সময়ে জকিগঞ্জে ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পদে কোটি টাকা ঘুষ বাণিজ্যের করা হয়েছে বলে গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের কাছে অভিযোগ করেন মহানগর যুবলীগের সদস্য সাজু ইবনে হান্নান খাঁন। এছাড়াও তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে।
জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রত্যাহারের কথা স্বীকার করে কাজী সাইফুল ইসলাম বলেছেন, স্বাভাবিকভাবেই বদলী হয়েছেন তিনি।