খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল মামলার রায় আজ

47

কাজিরবাজার ডেস্ক :
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ চার আসামির বিরুদ্ধে আজ সোমবার রায় ঘোষণা করা হবে। ১৬ অক্টোবর রায় ঘোষণার জন্য এ তারিখ ধার্য করেন পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মোঃ আখতারুজ্জামান। এটি হবে খালেদা জিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দুর্নীতি মামলার রায়। এর আগে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে ৫ বছরের কারাদন্ড প্রদান করে আদালত। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে বলে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা খালেদা জিয়ার আপীল আবেদনের বিষয়ে আদেশের জন্য আজ সোমবার দিন ঠিক করেছে আপীল বিভাগ। অন্যদিকে নিম্ন আদালতে রায় হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় একজন সাক্ষীর অধিকতর সাক্ষ্যগ্রহণের আবেদন খারিজ বা নথিভুক্ত করার আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। প্রথম দিনের শুনানি শেষে আজ এ বিষয়ে শুনানির জন্য ঠিক করেছে আপীল বিভাগ। রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। রবিবার আপীল বিভাগ ও বিচারিক আদালত এ আদেশগুলো প্রদান করেছে।
এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতেই চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার চলবে বলে বিচারিক আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপীল আবেদনের রায় হবে আজ সোমবার। রায়ে খালেদা জিয়ার আপীল খারিজ হলে ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা সম্ভব হবে। তিনি আরও বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা শুনানির সময় খালেদা জিয়ার পক্ষ থেকে প্রায় ৪০বার সময় নেয়া হয়েছে। তারপর যখন আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য তারিখ নির্ধারণ করা হলো তখন তিনি প্রায় ৩২বার সময় নিয়েছেন। অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে রেখে রায় ঘোষণা করা হলে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন হবে। আসামি জেল কাস্টডিতে অথবা জেল কর্তৃপক্ষের কাছে আছে, হাসপাতালে আছে, তারপরও তার অনুপস্থিতিতে বিচার করা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এমন কোন নজির নেই। এটি হবে উদাহরণ।
পূর্ব নির্ধারিত দিন অনুয়ায়ী আজ সোমবার ঘোষণা করা হবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়। এ মামলার আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা হারিছ চৌধুরী ও তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সাচিব মনিরুল ইসলাম খান। আসামি হারিছ চৌধুরী মামলার শুরু থেকে পলাতক রয়েছেন। মামলাটিতে খালেদা জিয়া আদালতে না আসায় গত ২০ সেপ্টেম্বর তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে আদেশ দেন আদালত। গত ২৭ সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে না আসায় তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে বিশেষ জজ আদালত যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়। গত ১৪ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে না আসায় তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে বিশেষ জজ আদালত যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে করা রিভিশন আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ওই আবেদনের ওপর রবিবার (২৮ অক্টোবর) শুনানি হয়। এ বিষয়ে আজ সোমবার আদেশ দেবে আপীল বিভাগ।