আদালতের নির্দেশে খাসিয়াদের গুলিতে নিহত মামুনের লাশ আজ কবর থেকে উত্তোলন করা হবে

50

কানাইঘাট থেকে সংবাদদাতা :
গত ১৩ অক্টোবর কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির লোভা-দনা সীমান্তে ভারতীয় অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে নিহত মামুন উদ্দিন (২৮) এর লাশ আদালতের নির্দেশে আজ শনিবার কবর থেকে উত্তোলন করা হবে। ১৩ অক্টোবর সকাল ৯টার দিকে অবৈধ ভাবে ভারতের মেঘালয় রাজ্যের উখিয়াং থেকে বাংলাদেশের সীমান্তবর্তী কানাইঘাটের লোভা ও দনা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়ারা গুলি করে ভারতের অভ্যন্তরে সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের দরিদ্র জালাল উদ্দিনের পুত্র মামুন উদ্দিন কে হত্যা করে। হত্যার পর তার লাশ খাসিয়ারা সীমান্তের ১৩২৮ মেইন ফিলারের মধ্যখানে ফেলে রাখে। পরে ঐদিন বিকেল ২টার দিকে মামুনের লাশ স্থানীয় কিছু লোকজন উদ্ধার করে ময়না তদন্ত ছাড়াই পারিবারিক ভাবে তার লাশ দাফন করা হয়। কোন ধরনের ময়না তদন্ত ছাড়াই মামুনের লাশ দাফন করায় তার লাশ কবর থেকে পুনরায় উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ৫ এর বিজ্ঞ বিচারক। আদালতের নির্দেশে আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার উপস্থিতিতে মামুনের লাশ থানা পুলিশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য সিওমেক মর্গে প্রেরণ করবে। বিষয়টি স্বীকার করে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেছেন বিজ্ঞ আদালতের নির্দেশে মামুন উদ্দিনের লাশ আমার উপিস্থিতিতে আজ শনিবার কবর থেকে উত্তোলন করা হবে। কানাইঘাট থানায় মামুন নিহতের ঘটনায় ১৪ অক্টোবর অজ্ঞাতনামাদের আসামী করে তার পিতা জালাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।