কানাইঘাট মেছার চরে জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০

44

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির লোভা নদীর তীরবর্তী মেছারচরে প্রায় ৫ একর বিরোধপূর্ণ জমির দখল নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় একই পরিবারের ৪ জন কে সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় এলাবাসীর কাছ থেকে জানা যায় দীর্ঘদিন থেকে মেছার চরে অবস্থিত ৫ একর জমির মালিকানা নিয়ে মেছার চর গ্রামের আব্দুল মতিন, আব্দুল জব্বার, আব্দুস সাত্তার গং ও সাউদগ্রামের পাথর ব্যবসায় হাজী বিলাল ও চরিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ভূমি আব্দুল মতিন গংদের দখলে ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে আব্দুল মতিন সহ তার পরিবারের লোকজন জমির একাংশে সবজি চাষ করতে গেলে ৫ একর জমি মৌরসী সূত্রে বিলাল হাজী গংরা মালিকানা দাবী করে জমিতে হাল চাষের ২ টি ট্রাক্টর নিয়ে শস্য চাষ করতে গেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মেছা গ্রামের মৃত আবু বক্করের পুত্র আব্দুল মতিন (৫০), আব্দুল কুদ্দুছের পুত্র আব্দুল জব্বার (৪০), আব্দুল কুদ্দুছ (৫৫), সাইফ উদ্দিন (৩৫) গুরুতর আহত হলে তাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর পক্ষের সাউদগ্রামের হাজী বিলাল (৬৫) রফিকুল হক (৪৮) চরিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক কমান্ডার (৫৫) আহত হন। হাজী বিলাল গংদের দাবী মৌরসী সূত্রে বিরোধপূর্ণ জমির মালিক হলেন তারা। অপর দিকে আব্দুল মতিন গংরা জানিয়েছেন খরিদা সূত্রে দীর্ঘদিন ধরে জমির ভোগদখল করে ফসল ফলাইয়া আসতেছে। এনিয়ে উভয় পক্ষ কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।