কোটা সংরক্ষণের দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তানদের বিক্ষোভ

20

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
গান, কবিতা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ এর মধ্যে দিয়ে চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে সুনামগঞ্জের মুক্তিযোদ্ধার সন্তানরা। জেলার সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামাঞ্চলের মুক্তিযোদ্ধার সন্তানরা এসব কর্মসূচিতে যোগ দেন।
বুধবার সকাল ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এই সমাবেশ শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত তাদের আন্দোলন চলে। ফলে শহরের ট্রাফিক পয়েন্ট মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঐক্যমঞ্চের আহবায়ক কাজী জালাল উদ্দিন জাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট মহানগর শাখার আহবায়ক মোঃ আতাউর রহমান, ভারপ্রাপ্ত সদস্য-সচিব হাবিবুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ডাঃ আবুল বাশার জুয়েল, গীতিকার নির্মল কর জনি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলাল, সহ-সভাপতি কেবি মুর্শেদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক শিবলু আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক নেছার আহমদ শফিক, সদর উপজেলা শাখার সভাপতি কাজী জসিম কামাল, সাধারন সম্পাদক মোস্তাক আহমদ রোমেল, সুনামগঞ্জ সরকারী কলেজ শাখার প্রতিনিধি রুপক রাজ বৈদ্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা শাখার সাধারন সম্পাদক জহীর আহমদ সোহেল,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সমবায় সমিতির সভাপতি নুরুল আমিন,সাধারন সম্পাদক নজরুল ইসলাম,কিতাব আলী,কাজী সিরাজ, জাহাঙ্গীরনগর ইউনিয়ন কমিটির আব্দুর রাজ্জাক, মহসীন আহমেদ, মোঃ নাছির উদ্দিন, সুরমা ইউপি নেতা আব্দুল মালেক, রঙ্গারচর ইউনিয়ন শাখার আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ লোকমান হোসেন,কৃষকলীগের মহিলা সম্পাদিকা শহরবানু বেগম,মুক্তিযোদ্ধা প্রজন্মের মিজানুর রহমান মিজানসহ মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।