মানুষদেরকে বিদআত ও কুসংস্কার থেকে বাঁচিয়ে রাখা ইমামগণের দায়িত্ব -মাওলানা হুছামুদ্দীন ফুলতলী

63

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, দ্বীন ইসলামের অন্যতম দিক হলো কল্যাণকামিতা। মানুষের কল্যাণ সাধনে আমাদের সব সময় নিবেদিত থাকতে হবে। কেননা যে মানুষের উপকার করে সেই সর্বোত্তম মানুষ। মসজিদের ইমাম ও মোয়াজ্জিন যারা আছেন সাধারণ মানুষের কাছাকাছি যাওয়া তাদেরই সবচেয়ে বেশি। বিদআত ও কুসংস্কার থেকে বাঁচিয়ে রেখে সঠিক পথের দিশা দিতে পারেন। বর্তমান সময়ে বাতিলের মোকাবিলায় এ দায়িত্ব পালনে ইমামদের সচেষ্ট থাকা একান্ত প্রয়োজন।
গত ৯ অক্টোবর মঙ্গলবার নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসা মিলনায়তনে লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগরীর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা আব্দুল মোছাব্বির, সিলেট জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোশাহিদ আলী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নজমুল হুদা খান টিভি গেইট মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সৈয়দ কুতবুল আলম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুজিবুর রহমান ভাদেশ্বরী।
লতিফিয়া ইমাম সোসাইটির সভাপতি মাওলানা ইমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ বিলাল আহমদ ও সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা ইউনুছ আহমদ, তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, লতিফিয়া ইমাম সোসাইটির সহ সভাপতি মাওলানা জামিল আহমদ, মাওলানা মাহবুব আহমদ নাইমী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা নোমান আহমদ। বিজ্ঞপ্তি