ভেজাল বিরোধী অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

16

স্টাফ রিপোর্টার :
নগরীর রিকাবীবাজার, মীরের ময়দান ও শহরতলীর টুকেরবাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগ ও জেলা কার্যালয়।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেলা ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নগরীর রিকাবীবাজারে মূল্যতালিকা না থাকায় শাহিন মিড সপকে ১ হাজার টাকা, কুদ্দুস মিড সপকে ১ হাজার টাকা ও একটি মুদির দোকানদারকে ৩ হাজার টাকা এবং মিরের ময়দানে মদিনা ষ্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২০ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মো. ফয়েজ উল্লাহ।
অন্যদিকে, শহরতলীর টুকেরবাজার এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়। এসময় মূল্যতালিকা না থাকায় মারহাবা ষ্টোরকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে জনপ্রিয় ফাম্মের্সীকে ৪ হাজার টাকাসহ মোট ২টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তায় রক্ষায় ভোজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ভেজাল বিরোধী ও বাজার নিয়ন্ত্রণ অভিযানের সহযোগী হিসেবে পুলিশ ও এপিবিএন-এর বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।