বেগম জিয়ার মুক্তি ও ৭ দফা বাস্তবায়ন না হলে বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না – সেলিম

25

বিএনপির কেন্দ্রীয় নিবাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম বলেছেন বেগম জিয়ার মুক্তি ও ৭ দফা বাস্তবায়ন না হলে বিএনপি কোন নির্বাচনে অংশ গ্রহণ করবে না। বিএনপি সবসময় ঐক্যবদ্ধ রয়েছে। ক্ষমতার অপব্যবহার আর পুলিশী নির্যাতন করে বিএনপিকে রোধ করা যাবে না। জীবনমন্থর সন্ধিক্ষণে দেশনেত্রী যেখানে কারাগারে রয়েছেন, সেই অবস্থায় জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী বিএনপি’র কর্মীরা এদেশের মাটিতে পাতানো কোন নির্বাচন করতে দেবে না। সাবেক এমপি বলেন সরকার ৭ দফা দাবি মেনে নিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশবাসীর এমন প্রত্যশা মনে করেন। তিনি বলেন আমার বাবার কবর জিয়ারতে পুলিশ বাধা দিয়ে সাথে থাকা নিরীহ কর্মীদের গ্রেফতার করে গায়েবি মামলায় কারাগারে প্রেরণ করেছে। তিনি অবিলম্বে এসব মিথ্যা মামলা পরিহার করে নেতাকর্মীদের মুক্তির জোর দাবি জানান। এমন ন্যাক্কারজানক ঘটনার বিচার তিনি জনগণের বিবেকের কাছে দায়ের করেন। তিনি আরও বলেন বেগম জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে সিলেট-৪ আসনে আমিই প্রার্থী হবো। তাই আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী পালন করার আহ্বান জানান। তিনি গত সোমবার সিলেট নগরীতে তার বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এসব কথা বলে। এ সময় বিএনপি,যুবদল, ছাত্রদল’র ২৫/৩০জন নেতা কমী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি