প্রধানমন্ত্রী বরাবরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলার স্মারকলিপি পেশ

34

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট কর্তৃক কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচী মোতাবেক ৮ অক্টোবর সোমবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সিলেট জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন সমিতির সিলেট জেলা কমিটির সিনি: সহ-সভাপতি নিকেতন দাস, সহ-সভাপতি আব্দুল আহাদ, মো: রফিক আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক প্রমথেশ দত্ত, কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক মো: নুরুল আমীন, মহানগর কমিটির সিনি: সহ-সভাপতি কল্যাণব্রত বিশ্বাস, জেলা যুগ্ম-সম্পাদক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: সিরাজ উদ্দিন, ফেঞ্চ্গুঞ্জ উপজেলা সভাপতি সাইফুল আলম রাজ্জাক, ওসমানীনগর উপজেলা সভাপতি মো: ফুল মিয়া, যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক বিমল দাস, জেলা প্রচার সম্পাদক মালেক আহমদ, জৈন্তাপুর উপজেলা সিনি: সহ-সভাপতি বিজেন চন্দ্র দেব, জেলা দপ্তর সম্পাদক আব্দুল মজিদ, জেলা সদস্য রঞ্জিত মোহন দাস, মো: জাকারিয়া, ফখরুল ইসলাম, সুমন চন্দ্র দেব, জামাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি