মালিককে খুঁজছে পুলিশ ॥ চোরাই ল্যাপটপসহ গ্রেফতারকৃত চোর কারাগারে

36

স্টাফ রিপোর্টার :
নগরীর ওসমানী মেডিকেল এলাকার হোটেল শিরীন থেকে চোরাই মালামালসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে লামাবাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সদস্য।
গ্রেফতারকৃত আসামী এয়ারপোর্ট থানার মিতালী আবাসিক এলাকার বাসিন্দা উজ্জ্বল আহমদ তানভীর (২২)। সে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানার ফান্দাউক গ্রামের আনু মিয়ার পুত্র। গত শুক্রবার তাকে আটকের সময় তার কাছ থেকে রূপালী রংয়ের একটি ঐচ ল্যাপটপ উদ্ধার করা হয়। যার মডেল নং ১৫-নং৬২৮ঞট. লামাবাজার ফাঁড়ির বর্তমান ইনচার্জ এসআই নূরে আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল শিরীনে অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেফতার করেছি। এ বিষয়ে কোতয়ালী থানায় মামলাও হয়েছে। মামলা নং ০৫ (তাং-৫/১০/১৮)। তিনি আরো জানান, আসামীকে গত রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। খোজখবর নিয়ে জানা গেছে সে বহুদিন ধরে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। উদ্ধারকৃত ল্যাপটপের বিষয়ে তিনি জানান, উপযুক্ত প্রমাণ সহকারে ল্যাপটপটির প্রকৃত মালিক যোগাযোগ করলে নিয়ম-কানুন মেনে তাকে ল্যাপটপটি হস্তান্তর করা হবে।