জকিগঞ্জ সড়কে সিএনজি অটোরিক্সার চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

32

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জে সিএনজির চাপায় স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় চালকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুদ্ধ ছাত্রজনতা।
শনিবার দুপুর ১২টার দিকে একটি সিএনজি ব্রেক ফেল করে এক স্কুল ছাত্রীকে চাপা দিলে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত স্কুল ছাত্রী সুহানা(৫) জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নুননগর দিঘীর পাড় গ্রামের আছার আলীর কন্যা। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেনীর ছাত্রী।
জানা যায়, দুপুর ১২টার দিকে কানাইঘাটগামী একটি সিএনজি ব্রেক ফেল করে শাহবাগ-নুননগর পার্শ্ববর্তী রাস্তায় পড়ে যায়। এসময় নিহত স্কুল ছাত্রী এখানে দাঁড়ানো অবস্থায় গাড়িটি তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে তাকে কানাইঘাট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে স্কুল ছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে এলাকার ছাত্রজনতা বিক্ষুদ্ধ হয়ে উঠে। তারা শাহবাগ-কানাইঘাট রাস্তা অবরোধ করে রাখে। বিক্ষুদ্ধ ছাত্রজনতা চালকের শাস্তির দাবীতে নানা শ্লোগান দেয়।
স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনার সতত্যা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে।