হাফিজ ক্বারী আশিক আলীর ইন্তেকাল

55

দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের আলমদ্বীন গ্রামে হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়ার ভক্তবৃন্দ পরিষদের অন্যতম সদস্য, সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার কার্যকরী কমিটির সদস্য, রুস্তমপুর মিরাবাড়ী হাফিজ কুটু মিয়া মাজারের খাদিম হাফিজ কারী আশিক আলী ভারতের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মরহুমের নামাজে জানাযা গত ৫ অক্টেবার শুক্রবার বাদ আছর, আলমদ্বীন ইলাশপুর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে হাফিজ কারী আশিক আলীর লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন জালালপুর জালালিয়া সিনিয়র ফাযিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা জ.উ.ম আব্দুল মুনিম মনজালালী।
জানাযা নামাজের পূর্বে আলমদ্বীন পশ্চিমপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী খবির উদ্দিন এমনের পরিচালনায় মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ নাসিরী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, পরিবারের পক্ষে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর পরিচালক, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হাজী আতর আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা কারী সোসাইটির সাবেক সেক্রেটারী কারী কামাল আহমদ, জালালপুর বাজার কেন্দ্রীয় জামে মসাজিদের ইমাম ও খতিব মাওলানা ইউনুস আলী, সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি, দৈনিক সিলেট বাণীর দক্ষিণ সুরমা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার, হাজী হাফিজ আব্দুল মালিক, বিশিষ্ট মুরব্বী আশ্রব আলী, জমির আলী, আহমদ আলী, ঠিকাদার লিলু মিয়া, আলমদ্বীন পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহিম, মোয়াজ্জিন হাফিজ ফাহিম আহমদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলেট জেলা নেতা মাওলানা মিজানুর রহমান জালালী, গণদাবী পরিষদের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, রায়খাইল হাফিজিয়া ফুরকানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক পীর মাওলানা এমরুল হক নোমান, হাফিজ কারী মাওলানা আরশ আলী, মাওলানা বদরুল ইসলাম, নয়াবাজার জামে মসজিদের ইমাম মাওলানা সেবুল আহমদ, ইলাশপুর জামে মসজিদের ইমাম মাওলানা শরীফ উদ্দিন, নবারুন শিশু বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাজু আহমদ, আব্দুল হাফিজ জাহেদ, মরহুমের ভাই মলিক মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি