মৌলভীবাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

41

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত’র স্টলে জুবাইর হোসেন এবং সৈয়দ মোত্তাকিন বিল্লাহ নামে দুজন ভোক্তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। ওই দুই ভোক্তার অভিযোগ ব্যবসায়ী প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করছে।
এমন খবর পেয়ে শুক্রবার সংশ্লিষ্ট অধিদপ্ত’র মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন সদর উপজেলার ফুড প্যালেস ক্যাফে এন্ড থাই চাইনিজকে ৪ হাজার টাকা ও শ্রীমঙ্গল উপজেলার আগ্রা কন্টিনেন্টাল রেষ্টুরেন্টকে আরো ৪ হাজার টাকা জরিমানা করেন। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা সংশ্লিষ্ট আইনে দুই অভিযোগকারকে প্রদান করা হয়েছে বলে জানিয়েছে ভোক্তা কার্যালয়। জানা যায়, নির্ধারীত মূল্যের অধিক মূল্যে পন্য বিক্রির দায়ে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।