অর্থ

44

সৌমেন দেবনাথ

অর্থ ছাড়া মর্ত্য মাঝে
জীবনের নেই অর্থ,
অর্থের আছে অর্থ বলে
করি অর্থ অর্থ।

অর্থ ছড়ায় অর্থ ছাড়া
যাদের আছে অর্থ,
পায়ে তাদের পড়ে অর্থ
বোঝে না মর্মার্থ।

অর্থ বিহীন জীবন অর্থহীন
অর্থ বিহীন অন্নহীন,
অর্থলোভে ফাঁটে ক্ষোভে
অচল সর্ব অর্থ ভীন।

অর্থ রোজগার অর্থযুক্ত
অর্থ সর্বনাশা,
অর্থে অনর্থ খুব সত্য
অর্থ স্বপ্নে ভাসা।