কানাইঘাটে বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

49

কানাইঘাট থেকে সংবাদদাতা  :
সারাদেশের ন্যায় কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনের ৩দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন চত্তরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। সকাল ১০টায় সারাদেশে একযোগে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন মেলায় তার বক্তব্য সরাসরি ডিজিটাল স্ক্রিনে প্রচার করা হয়। এবারের উন্নয়ন মেলাকে আকর্ষনী করতে নানা ধরনের প্রশংসনীয় উদ্যোগ উপজেলা প্রশাসন গ্রহন করায় মেলায় আগত দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান দিনব্যাপী সরাসরি প্রচার করেছে অর্পিত ক্যাবল নেটওর্য়াক (অসিএন)। সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ৩দিন ব্যাপী মেলা সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে প্রশাসনে সকল দপ্তরের কর্মকর্র্তা, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। র‌্যালিতে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তোলে ধরে নানা ধরনের রঙবেরঙের ব্যানার পোস্টার ও প্লেকার্ড বহন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল হোসেনের উপস্থাপনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের নানা ধরনের সাফল্য ও উন্নয়ন মেলার বিষয় বস্তু তোলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক হারিছ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন রশিদ রাজু, উপজেলা তৃণমূল ছাত্রলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এইচএম মিনু, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।