প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ॥ ৮ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

40

প্রধানমন্ত্রী বরাবরে ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট-২১৫৯ এর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। এর পূর্বে দক্ষিণ সুরমা বাইপাস কেন্দ্রীয় ট্রাক অফিস থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকে কার্যালয়ে স্মারকলিপি প্রদানের পর এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত সিলেট জেল ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট-২১৫৯ এর১ সভাপতি মো. দিলু মিয়া, কার্যকরি সভাপতি মো. আব্দুস ছালাম, সহ সভাপতি মো. হাসমত আলী (হাসু) সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক মো. আরিফ হোসেন (হিরা), সহ সম্পাদক মো. আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস, প্রচার সম্পাদক মো. মানিক মিয়া, কোষাধ্যক্ষ মো. রাজু আহমদ (তুরু), সদস্য মো. কানু মিয়া, মো. লায়েছ মিয়া, মো. আব্দুল জলিল, মো. আলী আহমদ, মো. শরীফ আহমদ প্রমুখ।
এদিকে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং বি- ১৪১৮ এর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন পরিবহণ শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান পূর্বে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যমে শেষ হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৪১৮ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রুনু মিয়া, সহ সভাপতি শাহ জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুহিন, সহ সাধারণ সম্পাদক হাজী মঈনুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ সোনাফর আলী লাকী, কোষাধ্যক্ষ মো. সামছুল হক মানিক, কার্যকরী সদস্য বেলাল আহমদ, সিলেট মিনিবাস শ্রমিক উপকমিটির সভাপতি আব্দুল মতিন চৌধুরী ছাড়াও সকল আঞ্চলিক উপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি